কোভিক -১৯ Vs হোম টিউটর - TutorBD
SUBTOTAL :

Follow Us

কোভিক -১৯ Vs হোম টিউটর

কোভিক -১৯ Vs হোম টিউটর

Short Description:

Product Description

বিশ্ব এখন করোনা বা কোভিক-১৯ নামক ভাইরাসের মুখোমুখি । আজ পত্রিকায় দেখলাম এই ভাইরাসে বিশ্বে মৃতসংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। ইউরোপ, আমেরিকার উন্নত দেশগুলোই  করোনা মোকাবেলায় বলতে গেলে ব্যর্থ ।সেখানে আমরাবাংলাদেশ তো চুনোপুঁটি। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই মহামারির মোকাবেলা করতে । কি ঘটবে আল্লাহই ভাল জানেন। ইতিমধ্যে, আমাদের দেশে আক্রান্ত সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, মারা গেছে প্রায় ৪০ জন। সরকার গ্রহণ করেছে , হোম কয়ারেন্টাইন লক ডাউন , সামাজিক দূরত্ব ,সহ নানা অপরিচিত  পদক্ষেপ ।  এই শব্দ গুলোর সাথে আমি আগে পরিচিত ছিলাম না। হয়ত, করোনা না আসলে এই  শব্দের  সাথে কোনদিন পরিচিতও  হতাম না । আসল কোথায় আসি , সরকার আমাদের অপরিচিত কর্মসূচির পাশাপাশি কিছু পরিচিত পদক্ষেপ ও নিচ্ছে। ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছে, অনেকে নেতা আবার ত্রাণ চুরি করে নিজের পেট মোটা করছে। অসহয়, গরীবরা  নেতাদের বাড়ির সামনে ভীর জমাচ্ছে, হয়ত তারা  চাল, ডাল , আলু পাচ্ছে। সরকারি চাকুরীজীবীরা বাসায় বসে পিকনিক করছে, হয়ত তাদের মাসিক বেতন তাদের একাউন্টে পৌঁছে যাবে। মধ্যবিত্তরাও কোনভাবে চালিয়ে যাচ্ছে , এখন আসি আমার মত হোম টিউটরদের কথায় , যারা বাসায় -বাসায় টিউশনি করি তাদের অবস্থা আমি মনে করি সব চাইতে শোচনীয়। আমরা অনেকেই আছি, যারা গ্রাম থেকে শহরে এসেছি লেখা-পড়া  করতে। আর ছাত্র ছাত্রীদের সবচেয়ে মান সম্মত পেশা হলো, টিউশনি । যাতে সম্মান, টাকা দুটোই পাওয়া যায়। তাই আমরা এই টিউশনি পেশাটাই বেছে নিয়েছি ।অনেকেই আমরা টিউশনির  কারণে  বাড়িতে যাইনি শহরেই আছি । তারা পরেছি  মহা সমস্যায়। হোম কোয়ারাইন্টেনের ভিতরে ও অনেকে দিন টিউশনি করিয়েছি , অনেক টিউশনির বেতনটাও পাইনি , এখন আর কারও কোনও টিউশনি নাই , বাসায় আমাদের সময় কাটে। কেউ কেউ Bcs প্রস্তুতি নিচ্ছি , কেউ বা ইউটিউব , ফেসবুকে সময় কাটাচ্ছি আর ভাবছি , "এই মাসে তো টিউশনি নেই, সামনের মাসে চলার টাকা পাব কোথায়? " কারণ  আমরা তো লাইনে দাঁড়িয়ে হাত পেতে ত্রাণ  নিতে পারব না , আর আল্লাহ ছাড়া  কারো কাছে সাহায্য চাইতেও পারবনাআমরা শুধু অপেক্ষা করতে পারব, কবে এই সমস্যা থেকে মুক্ত পাব আর স্টুডেন্টের বাসা থেকে ফোন আসবে এবং বলবে, “স্যার কাল থেকে পড়াতে আইসেন”।আমরা সেই অপেক্ষায় রইলাম। আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করুক, (আমীন)   


0 Reviews:

Post Your Review